পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী ولاه 4) এ ঘাট থেকে বোঝাই ক’রে চলেছে স্রোত বাহি সেই পসরা হিসাব যাহার নাহি, আপনাতে যা আপনি অফুরান, ভাঙা বাশির মৌন-পারে জমেছে যার গান। নবীন ‘নবীন’ ১৩৩৭ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রচিত হয়। ওই সালের চৈত্র মাসে কলিকাতায় নিউ এম্পায়ার থিয়েটারে উহা মঞ্চস্থ হইবার উপলক্ষে ওই নামের গীতিনাটিকাটি পুস্তিকাকারে প্রথম প্রকাশিত হয়। পরে বনবাণী’ গ্রন্থে ( আশ্বিন ১৩৩৮) পরিবর্তিত আকারে নবীন’ পুনরায় প্রকাশিত হয়। প্রধানত, অন্যত্রব্যবহৃত পুরাতন গানগুলি ও তৎপ্রাসঙ্গিক কথাবস্তু এই সংস্করণে বর্জিত হয়। বর্তমান খণ্ডে ‘বনবাণী’র অন্তর্গত সেই শেষ পাঠই মুদ্রিত হইল। পুস্তিকাকারে প্রকাশিত প্রথম পাঠও পরিশিষ্টে মুদ্রিত রহিল। শাপমোচন ‘শাপমোচন’ ১৩৩৮ বঙ্গাব্দের [ ১৯৩১ ] ১৫ পৌষ তারিখে ‘রবীন্দ্রজয়ন্তীছাত্রছাত্রী-উৎসবপরিষৎ -কর্তৃক পুস্তিকাকারে প্রথম প্রকাশিত হয়। ১৫ ও ১৬ পৌষ রাত্রে কবির জোড়ার্সকো-ভবনে নৃত্যগীত ও পাঠ -সহযোগে ইহা প্রথমঅভিনীত হইয়াছিল। উক্ত পুস্তিকার কথিকা অংশ ১৩৩৮ সালের মাধ-সংখ্যা বিচিত্রায় মুদ্রিত হয়, এবং ১৩৩৯ সালের আশ্বিন মাসে স্বতন্ত্র কবিতা আকারে উহা ‘পুনশ্চ’ গ্রন্থের অন্তর্গত হয় ( রবীন্দ্র-রচনাবলী, ষোড়শ খণ্ড )। পরে ১৩৩৯ সালে ১৫ ও ১৬ চৈত্র রাত্রে [ ২৯, ৩০ মার্চ ১৯৩৩ ] এম্পায়ার থিয়েটারে পুনরভিনয়কালে শাপমোচনের একটি পরিমাজিত নাট্যরূপ প্রকাশিত হয় । তাহাতে গানেরও অনেক অদল-বদল করা হয়। বর্তমান খণ্ডে শাপমোচন’ সেই পরিমাজিত নাট্য-আকারে মুদ্রিত হইল। ১৩৩৮ সালের প্রথম নৃত্যাভিনয়ে ব্যবহৃত গানগুলির প্রথম পঙক্তি মুত্রিত পুস্তিকার ক্ৰম-অনুসারে নিম্নে উল্লেখ করা হইল— {} ১ । পাছে স্বর ভুলি এই ভয় হয় ২। ভরা থাকৃ প্ৰতিস্থধায়