পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

이s)|이 8 বঁধু, কোন মায়া লাগল চোখে । বুঝি স্বপ্নরূপে ছিলে চন্দ্রলোকে । ছিল মন তোমারি প্রতীক্ষা করি যুগে যুগে দিনরাত্রি ধরি, ছিল মর্মবেদনম্বন অন্ধকারে— জন্ম জনম গেল বিরহশোকে । অ-ফুট মঞ্জরি কুঞ্জবনে সংগীতশূন্ত বিষন্ন মনে সঙ্গীরিক্ত বধু দুঃখরাতি পোহাইল নির্জনে শয়ন পাতি । সুন্দর হে, সুন্দর হে, বরমাল্যখানি তারি আনে বহে তুমি আনে বহে। অবগুণ্ঠনছায়া ঘুচায়ে দিয়ে হেরে লজ্জিত স্মিতমুখ শুভ আলোকে ॥ نما দূরের বন্ধু স্বরের দূতীরে পাঠালে৷ তোমার ঘরে । মিলনৰীণা যে হৃদয়ের মাঝে বাজে তব অগোচরে । মনের কথাটি গোপনে গোপনে বাতাসে বাতাসে ভেসে আসে মনে, বনে উপবনে,