পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

는 8 রবীন্দ্র-রচনাবলী ছোটো প্রাণ ছিলাম নিদ্রাগত, সহসা আর্তবিলাপে কাদিল রজনী ঝঞ্চাহত । জাগিয়া দেখি পাশে কচি মুখখানি সুখনিদ্রায় ঘুমায়ে ঘুমায়ে হাসে। সংসার-’পরে এই বিশ্বাস দৃঢ় বাধা স্নেহডোরে বজ-আঘাতে ভাঙে তা কেমন ক’রে সৈন্যবাহিনী বিজয়কাহিনী লিখে ইতিহাস জুড়ে । শক্তিদন্তু জয়স্তম্ভ কিন্তু হেথায় কিছু তো চাহে নি এরা। এদের বাসাটি ধরণীর কোণে ছোটো-ইচ্ছায় ঘেরা। যেমন সহজে পাখির কুলায় মৃদুকণ্ঠের গীতে নিভৃত ছায়ায় ভরা থাকে মাধুরীতে।