পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨રbr রবীন্দ্র-রচনাবলী স্বাগতবাণী ছিল সে মেলি ভাষাবিহীন মুখে, বহুজনের বাণীরে ঠেলি বাজে কি তব বুকে । নিকটে তব এসেছিল যে, সে কথা বুঝাবারে অসীম দূরে গিয়েছে ও-যে শূন্যে খুজাবারে । সেখানে গিয়ে করেছে চুপ, ভিক্ষণ গেল থামি, তাই কি তার সত্যরূপ হৃদয়ে এল নামি । ১ আষাঢ় ১৩৩৯ উদয়ন [ শাস্তিনিকেতন ] আশ্রমবালিকা শ্ৰীমতী মমতা সেনের বিৰাহ-উপলক্ষে আশ্রমের হে বালিকা, আশ্বিনের শেফালিকা ফাঙ্কনের শালের মঞ্জরি শিশুকাল হতে তব দেহে মনে নব নব যে-মাধুর্য দিয়েছিল ভরি, মাঘের বিদায়ক্ষণে মুকুলিত আম্রবনে বসন্তের যে-নবদুতিকা, আষাঢ়ের রাশি রাশি শুভ্র মালতীর হাসি, শ্রাবণের যে-সিক্তযুথিকা,