পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

? বৈশাখ ১৩৩৪ রবীন্দ্র-রচনাবলী কল্যাণী, তব অঙ্গনে আজি হবে মঙ্গলকর্ম,— শুভসংগ্রামে যে যাবে তাহারে পরাও বীরের বর্ম। বলে সবে ডাকি “ছাড়ো সংশয়”, বলে যাত্রীরে “হয়েছে সময়”, বলে “নাহি ভয়”, বলে। “জয় জয়, জয়ী যেন হয় ধর্ম”। পশ্চাৎ-পানে ফিরায়ে ডেকো না, মনে জাগায়ে না দ্বন্দ্ব, দুর্বল শোকে অশ্রুসলিলে নয়ন কোরো না অন্ধ। সংকট-মাঝে ছুটিবার কালে বাধিয়া রেখো না আবেশের জালে, যে-চরণ বাধা লজিঘবে তাহে জড়ায়ো না মোহবন্ধ । রঙিন ভিড় করেছে রঙমশালীর দলে । কেউ-বা জলে কেউ-বা তারা স্থলে । অজানা দেশ, রাত্রিদিনে পায়ের কাছের পথটি চিনে দুঃসাহসে এগিয়ে তারা চলে। কোন মহারাজ রথের পরে এক, ভালো করে যায় না তারে দেখা সুর্যতারা অন্ধকারে ডাইনে বায়ে উকি মারে, আপন আলোয় দৃষ্টি তাদের ঠেকা । আমার মশাল সামনে ধরি না যে, তাই তো আলো চক্ষে নাহি বাজে ।