পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

بدهد রবীন্দ্র-রচনাবলী ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিমু সে তোমারি দান ; গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায় । 象● खून »ሕow ব্যালাক্রয়ি । বাঙ্গালোর প্ৰণতি কত ধৈর্য ধরি ছিলে কাছে দিবসশর্বরী। তব পদ-অঙ্কনগুলিরে কতবার দিয়ে গেছ মোর ভাগ্যপথের ধূলিরে। অাজ যবে দূরে যেতে হবে তোমারে করিয়া যাব দান তব জয়গান । কতবার ব্যর্থ আয়োজনে এ জীবনে হোমাগ্নি উঠে নি জলি, শূন্যে গেছে চলি হতাশ্বাস ধূমের কুগুলী। কতবার ক্ষণিকের শিখা অঁাকিয়াছে ক্ষীণ টিকা নিশ্চেতন নিশীথের ভালে । লুপ্ত হয়ে গেছে তাহা চিহ্নহীন কালে ।