পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Soo রবীন্দ্র-রচনাবলী মন্ত্রী অনর্থপাত হলেই সর্বাগ্রে তোমাকে স্মরণ করি । ধনপতি অর্থপাতে যার প্রতিকার, আমার দ্বারা তাই সম্ভব। r মন্ত্রী মহাকালের রথ চলছে না । ধনপতি এ পর্যন্ত আমরা কেবল চাকায় তেল দিয়েছি, রশিতে টান দিই নি । মন্ত্রী অন্য সব শক্তি আজ অর্থহীন, তোমাদের অর্থবান হাতের পরীক্ষা হোক । ধনপতি চেষ্টা করা যাক । দৈবক্রমে চেষ্টা যদি সফল হয়, অপরাধ নিয়ো না তবে । দলের লোকের প্রতি বলো সিদ্ধিরস্তু ! সকলে সিদ্ধিরস্তু ! ধনপতি লাগে৷ তবে ভাগ্যবানের। টান দেও। ধনিক রশি তুলতেই পারি নে। বিষম ভারী। ধনপতি এসে কোষাধ্যক্ষ, ধরে তুমি কষে। বলে। সিদ্ধিরস্তু ! টানো, সিদ্ধিরন্তু ! টানো, সিদ্ধিরস্তু !