পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'లలు রবীন্দ্র-রচনাবলী কবি । যথার্থ পুর্ণ হয়ে উঠলে রিক্ত হওয়ার খেলায় ভয় থাকে না । রাজা । বোধ হচ্ছে যেন এখনি উপদেশ দিতে শুরু করবে। কবি । আচ্ছা তাহলে আবার গান শুরু হ’ক । ঋতুরাজ এখন আমার সময় হল, যাবার দুয়ার খোলো খোলো । হল দেখা, হল মেলা, আলোছায়ায় হল খেলা, স্বপন-যে সে ভোলো ভোলো । আকাশ ভরে দূরের গানে, অলথ দেশে হৃদয় টানে । ওগো স্থদুর, ওগো মধুর, পথ বলে দাও পরানবধুর, সব আবরণ তোলো তোলো । মাধবী বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে, তোমায় ডাকব না তো ফিরে । করব তোমায় কী সম্ভাষণ । কোথায় তোমার পাতব অাসন পাতাঝরা কুস্থমঝরা নিকুঞ্জকুটিরে । তুমি আপনি যখন আস তখন আপনি কর ঠাই, আপনি কুসুম ফোটাও, মোরা তাই দিয়ে সাজাই । তুমি যখন যাও, চলে যাও, সব আয়োজন হয়-যে উধাও, গান ঘুচে যায়, রং মুছে যায়, । f তাকাই অশ্রনীরে । ,