পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

うb* রবীন্দ্র-রচনাবলী যায় প্রতিমার দিন। ধুলা তারে ডাক দিয়ে কয়,— “ফিরে ফিরে মোর মাঝে ক্ষয়ে ক্ষয়ে হবি রে অক্ষয়, তোর মাটি দিয়ে শিল্পী বিরচিবে নৃতন প্রতিমা, প্রকাশিবে অসীমের নব নব অন্তহীন সীমা ।” ১১ চৈত্র ১৩৩৩ মৃতন শ্রোত $ শেষ লেখাটার থাত পড়ে শোনাই পাতার পরে পাতা, অমিয়নাথ স্তব্ধ হয়ে দোলায় মুগ্ধ মাথ । উচ্ছসি কয়, “তোমার অমর কাব্যখানি নিত্যকালের ছন্দে লেখা সত্যভাষার বাণী ।” দড়িবাধা কাঠের গাড়িটারে নন্দগোপাল ঘটর ঘটর টেনে বেড়ায় সভাঘরের দ্বারে । আমি বলি, “থাম্ রে বাপু, থাম, দুষ্টুমি এর নাম,— পড়ার সময় কেউ কি অমন বেড়ায় গাড়ি ঠেলে । দেখ দেখি তোর অমিকাক কেমন লক্ষ্মীছেলে ।” অনেক কষ্টে ভালোমাতুয-বেশে বসল নন্দ অমিকাকার কোলের কাছে ঘেঁষে । দুরন্ত সেই ছেলে আমার মুখে ডাগর নয়ন মেলে