পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

به ها د+۹=} পরিশেষ স্কুল মিথ্যার খেলা । আপনি রয়েছ আড়ষ্ট হয়ে আপনার অভিশাপে, নিশ্চল তুমি নিজ গর্বের চাপে। সহজ প্রাণের মান নিয়ে যারা মুক্ত ভুবনে ফিরে মরিবার আগে তাদের পরশ লাগুক তোমার শিরে । রাজপুত্র রূপকথা-স্বপ্নলোকবাসী রাজপুত্র কোথা হতে আসি শুভক্ষণে দেখা দেয় রূপে চুপে-চুপে, জানি বলে জেনেছিছ যারে তারি মাঝে । আমার সংসারে, বক্ষে মোর আগমনী পদধ্বনি বাজে যেন বহুদূর হতে আসা। তার ভাষা প্রাণে দেয় অগনি সমুদ্রপারের কোন অভিনব যৌবনের বাণী । সেদিন বুঝিতে পারে মন ছিল সে-যে নিশ্চেতন তুচ্ছতার অস্তরালে এতকাল মায়ানিদ্রাজালে । তার দৃষ্টিপাতে মোরে নূতন স্বষ্টির ছোওয়া লাগে, চিত্ত জাগে – ২১৩