পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

는 이 8 রবীন্দ্র-রচনাবলী আবছায়া কোন সন্ধ্যা-আলোয় শিশুর মতো তাকায় অনুমানে, তাহার ব্যাকুলত৷ স্বপ্নে সত্যে মিশিয়ে রচে বিচিত্র রূপকথা । २० श्रtछेदग्न २०२१ आोष-मङ्ग छोङ्ख्छ পরিণয় সুরমা ও সুরেন্দ্রনাথ কর -এর বিবাহ উপলক্ষে । ছিল চিত্রকল্পনায়, এতকাল ছিল গানে গানে, সেই অপরূপ এল রূপ ধরি তোমাদের প্রাণে । আনন্দের দিব্যমূর্তি সে-যে, দীপ্ত বীরতেজে উত্তরিয়া বিস্ত্ৰ যত দূর করি ভীতি তোমাদের প্রাঙ্গণেতে হাক দিল, ‘এসেছি অতিথি’ । জালো গে। মঙ্গলদীপ করে। অর্ঘ্য দান তনু মনপ্রাণ । ф ও যে স্বরভবনের রমার কমলবনবাসী, মর্ত্যে নেমে বাজাইল সাহানায় নন্দনের বঁাশি । ধরার ধূলির পরে মিশাইল কী আদরে পারিজাতরেণু। মানবগৃহের দৈন্তে অমরাবতীর কল্পধেনু অলক্ষ্য অমৃতরস দান করে অস্তরে অস্তরে । এল প্রেম চিরন্তন, দিল দোহে আনি রবিকরদীপ্ত আশীর্বাণী । २९ 8दलtथ >७७४ { শাস্তিনিকেতন }