পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وی سالا [ 8 نه لا ] রবীন্দ্র-রচনাবলী হে কুয়ার, নিত্য জাগে রাত্রিদিনমান সুগম্ভীর তোমার আহবান । । সুর্যের উদয়-মাঝে খোল আপনারে । তারকায় খোল অন্ধকারে । হে দুয়ার, বীজ হতে অস্কুরের দলে খোল পথ, ফুল হতে ফলে । যুগ হতে যুগান্তর কর অবারিত, মৃত্যু হতে পরম অমৃত। হে দুয়ার, জীবলোক তোরণে তোরণে করে যাত্রা মরণে মরণে । মুক্তিসাধনার পথে তোমার ইঙ্গিতে ‘মাভৈঃ’ বাজে নৈরাশুনিশীথে । দীপিক প্রতি সন্ধ্যায় নব অধ্যায়, জাল তব নব দীপিকা । প্রত্যুষপটে প্রতিদিন লেখ আলোকের নব লিপিকা । অন্ধকারের সাথে দুর্বার সংগ্রাম তব হয় বারবার, দিনে দিনে হয় কত পরাজয়, দিনে দিনে জয়সাধনা ৷ পথ ভুলে ভুলে পথ খুজে লও, সেই উৎসাহে পথদুখ বও,