পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉8br রবীন্দ্র-রচনাবলী দাড়ায়ে দূরে দূরে খেজুর শুধু। তোমার বাসাখানি আঁটিয়া মুঠ চাহে না অঁাকড়িতে কালের ঝুটি । দেখি যে পথিকের মতোই তাকে, থাকা ও না-থাকার সীমায় থাকে। ফুলের মতো ও যে, পাতার মতো, যখন যাবে, রেখে যাবে না ক্ষত । নাইকো রেষারেষি পথে ও ঘরে, তাহারা মেশামেশি সহজে করে। কীর্তিজালে ঘেরা আমি তো ভাবি, তোমার ঘরে ছিল আমারো দাবি ; হারায়ে ফেলেছি সে ঘূর্ণিবায়ে, অনেক কাজে আর অনেক দায়ে । [కా తితిరి শাস্তিনিকেতন ]