পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশেষ জেকবিদ্রোহে বাধা পড় মোহে তবে হয় দেবারাধনা ৷ খেলাঘর ভেঙে বঁtধ খেলাঘর, খেল ভেঙে ভেঙে খেলেন । বাসা বেঁধে বেঁধে বাসা ভাঙে মন কোথাও আসন মেলে না । জানি পথশেষে আছে পারাবার, প্রতিখনে সেথা মেশে বারিধার, নিমেষে নিমেষে তবু নিঃশেষে ছুটিছে পথিক তটিনী । ছেড়ে দিয়ে দিয়ে এক ধ্রুব গান ফিরে ফিরে আসে নব নব তান, মরণে মরণে চকিত চরণে ছুটে চলে প্রাণনটিনী । २९ यस्तुन [ ०७७७ ] লেখা সব লেখা লুপ্ত হয়, বারম্বার লিখিবার তরে নূতন কালের বর্ণে। জীর্ণ তোর অক্ষরে অক্ষরে কেন পট রেখেছিস পুর্ণ করি । হয়েছে সময় নবীনের তুলিকারে পথ ছেড়ে দিতে । হ’ক লয় সমাপ্তির রেখাতুর্গ। নব লেখা আসি দর্পভরে তার ভগ্নস্তৃপরাশি বিকীর্ণ করিয়া দূরাস্তরে উন্মুক্ত করুক পথ, স্থাবরের সীমা করি জয়, নবীনের রথযাত্রা লাগি । অজ্ঞাতের পরিচয় অনভিজ্ঞ নিক জিনে। কালের মন্দিরে পুজাঘরে যুগবিজয়ার দিনে পুজাৰ্চন সাক্ষ হলে পরে 4 مbلا