পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশেষ বর্ষা-শরৎ-বসন্তেরি প্রাঙ্গণেতে আমায় ঘেরি যেথায় বীণা ষেথায় ভেরি বেজেছে উৎসবে, সেথায় আমার আসন-’পরে স্নিগ্ধশু্যামল সমাদরে আলিপনায় স্তরে স্তরে অঁাকন আঁকা হবে । আমার মৌন করবে পূর্ণ পাখির কলরবে । জানি আমি এই বারতা রইবে অরণ্যেতে— ওদের স্বরে কবির কথা দিয়েছিলেম গেথে । ফাগুনহাওয়ায় শ্রাবণধারে এই বারতাই বারে বারে দিক্‌বালাদের দ্বারে দ্বারে উঠবে হঠাৎ বাজি ; কতু করুণ সন্ধ্যামেঘে, কতু অরুণ আলোক লেগে, এই বারতা উঠবে জেগে রঙিন বেশে সাজি । স্মরণসভার আসন অামার সোনায় দেবে মাজি । আমার স্মৃতি থাক না গাথা আমার গীতি-মাঝে যেখানে ওই ঝাউয়ের পাতা মর্মরিয়া বাজে । २९0