পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

O38 রবীন্দ্র-রচনাবলী রাজা । ও আবার কী। এটা উপদেশের মতো শোনাচ্ছে, কবি। কবি । তাহলে আর দেরি নয়, গান শুরু হ’ক । বসন্তের পরিচরগণ সব দিবি কে, সব দিবি পায়, আয় অায় আয় । ডাক পড়েছে ওই শোনা যায়, আয় আয় আয় । আসবে-যে সে স্বর্ণরথে, জাগবি কারা রিক্ত পথে পৌষরজনী তাহার আশায় । অায় আয় আয় । ক্ষণেক কেবল তাহার খেলা, হায় হায় হায় । তার পরে তার যাবার বেলা, হায় হায় হায় । চলে গেলে জাগবি যবে ধনরতন বোঝা হবে, বহন করা হবে-যে দায় । হায় হায় হায়। রাজা । দাবি তো কম নয় । কবি । দাবি বড়ো হলেই দান সহজ হয় ; ছোটো হলেই কৃপণতা জাগায় রাজা । তা এরা সব রাজী আছে ? কবি । ওদের মুখেই শুনে নিন। বনভূমি বাকি আমি রাখব না কিছুই । তোমার চলার পথে পথে ছেয়ে দেব ভুই ।