পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

వty [ আষাঢ় ১৩৩৫ বাঙ্গালোর ] রবীন্দ্র-রচনাবলী বাসরঘর · তোমারে ছাড়িয়া যেতে হবে রাত্রি যবে উঠিবে উন্মনা হয়ে প্রভাতের রথচক্ররবে। হায় রে বাসরঘর, বিরাট বাহির সে যে বিচ্ছেদের দসু্য ভয়ংকর। তৰু সে যতই ভাঙেচোরে মালাবদলের হার যত দেয় ছিন্ন ছিন্ন করে, তুমি আছ ক্ষয়হীন অল্পদিন ; তোমার উৎসব বিচ্ছিন্ন না হয় কতু, না হয় নীরব। কে বলে তোমারে ছেড়ে গিয়েছে যুগল শূন্ত করি তব শয্যাতল। যায় নাই, যায় নাই, নব নব যাত্রীমাঝে ফিরে ফিরে আসিছে তারাই তোমার আহবানে উদার তোমার দ্বার-পানে । হে বাসরঘর, বিশ্বে প্রেম মৃত্যুহীন, তুমিও অমর। বিচ্ছেদ রাত্রি যবে সাঙ্গ হল, দূরে চলিবারে দাড়াইলে দ্বারে । আমার কণ্ঠের যত গান করিলাম দান ।