পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশেষ ফুল ফুটায়েছি, ফল যদিও-বা ধরে নাই এ জীবনে । খ্ৰীযুক্ত অমিয়চন্দ্র চক্রবর্তী বাহিরে তোমার যা পেয়েছি সেবা অন্তরে তাহ রাখি, কর্মে তাহার শেষ নাহি হয় প্রেমে তাহ থাকে বাকি । আমার আলোর ক্লাস্তি ঘুচাতে দীপে তেল ভরি দিলে । তোমার হৃদয় আমার হৃদয়ে সে-আলোকে যায় মিলে । ৬ মে ১৯৩২ অগুহিতা তুমি যে তারে দেখ নি চেয়ে জানিত সে তা মনে,— ব্যথার ছায়া পড়িত ছেয়ে কালো চোখের কোণে জীবনশিখা নিবিল তার, ডুবিল তারি সাথে অবমানিত দুঃখভার অবহেলার রাতে । দীপাবলীর থালাতে নাই তাহার স্নান হিয়া, তারায় তারি আলোক তাই উঠিল উজলিয়া । ९२१