পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

dso রবীন্দ্র-রচনাবলী বরণডালা আজি এই মম সকল ব্যাকুল অঙ্গ-মাঝে ওহে নিরুপম, তোমার স্তবের ছন্দ বাজে । এই বসন্তে লতায় লতায় পাতায় ফুলে বাণীহিল্লোল মিলিছে তোমার চরণমূলে । আমার দেহের বাণীতে সে দোল উঠিছে তুলে । দিচু পূজা মম, নাহি যদি লও মরিব লাজে । ওহে নিরুপম, তোমার স্তবের ছন্দ বাজে । তরু হতে ফুল আনি নাই আমি অগনি নি ফল । দেশ দেশ হতে আনি নি ভরিয়া তীৰ্থজল । আমার আপন তমুতে উছলে অধরা ধারা, অধীরতা তার তোমারি মাঝারে হ’ক-না সারা । ঘনযামিনীর আঁধারে যেমন ঝলিছে তারা দেহ ঘেরি মম প্রাণের চমক তেমনি রাজে।