পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سob (د রবীন্দ্র-রচনাবলী অবশেষ বাহির পথে বিবাগী হিয়া কিসের খোজে গেলি, আয় রে ফিরে আয় । পুরানো ঘরে দুয়ার দিয়া ছেড়া আসন মেলি বসিবি নিরালায় । সারাটা বেলা সাগর-ধারে কুড়ালি যত চুড়ি, নানারঙের শামুক-ভারে বোঝাই হল ঝুড়ি, লবণ-পারাবারের পারে প্রখর তাপে পুড়ি মরিলি পিপাসায় ; ঢেউয়ের দোল তুলিল রোল অকুলতল জুড়ি, কহিল বাণী কী জানি কী ভাষায়। আয় রে ফিরে আয় । বিরাম হল আরামহীন যদি রে তোর ঘরে, না যদি রয় সাখী, সন্ধ্যা যদি তন্দ্রালীন মৌন অনাদরে, নী যদি জালে বাতি 5 তবু তো আছে আঁধার কোণে ধ্যানের ধনগুলি, একেলা বসি আপনমনে মুছিবি তার ধূলি,