পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S88 ब्रदौठल-ज्ञानांदलौ বেণুবনের আগের ডালে চটুল ফিঙা যখন নাচে পরদেশী এ পাখির সাথে পরানে তার ভেদ কি আছে । উষার ছোওয়া জাগায় ওরে ছাতিমশাখে পাতার কোলে, চোখের আগে যে-ছবি জাগে মানে না তারে প্রবাস ব’লে । আলোতে সোনা, আকাশে নীলা, সেথা যে চিরজানারি লীলা, মায়ের ভাষা শোনে সেখানে শু্যামল ভাষা যেখানে গাছে । ৮ বৈশাখ ১৩৩৪ [ শাস্তিনিকেতন ] কুটিরবাসী তরুবিলাসী আমাদের এক তরুণ বন্ধু এই আশ্রমের এক কোণে পথের ধারে একখানি গোলাকার কুটির রচনা করেছেন। সেটি আছে একটি পুরাতন তালগাছের চরণ বেষ্টন ক’রে । তাই তার নাম হয়েছে তালধ্বজ । এটি যেন মৌচাকের মতো, নিভৃতবাসের মধু দিয়ে ভরা। লোভনীয় বলেই মনে করি, সেই সঙ্গে এও মনে হয়