পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯২ রবীন্দ্র-রচনাবলী সহস্র দিনের মাঝে আজিকার এই দিনখানি হয়েছে স্বতন্ত্র চিরন্তন । তুচ্ছতার বেড়া হতে মুক্তি তারে কে দিয়েছে আনি প্রত্যহের ছিড়েছে বন্ধন । প্রাণদেবতার হাতে জয়টিকা পরেছে সে ভালে, স্বর্যতারকার সাথে স্থান সে পেয়েছে সমকালে, সৃষ্টির প্রথম বাণী যে-প্রত্যাশা আকাশে জাগালে তাই এল করিয়া বহন । ২• আশ্বিন ১৩৩৫ বন্দিনী তুমি বনের পুব পবনের সাথী, বাদল মেঘের পথে তোমার ডানার মাতামাতি । ওগো পাখি, বাধনহীরা পাখি, খাচার কোণে এই বিজনে আপন মনে থাকি । হায় অজানা, জানি না সে উধাও তুমি কোন আকাশে, কোন তমালের কাননতলে মধ্যদিনের তাপে বনচ্ছায়ার শিরায় শিরায় তোমারি সুর র্কাপে । কোন রঙনে রঙিন তোমার পাখা ? তোমার সোনার বরনথানি ভাবনাতে মোর আঁকা ওগো পাখি, বাধনহারা পাখি, মুক্তরূপের ধ্যানের ছায়ায় মগ্ন আমার আঁখি । বন্দী মনের বদ্ধ ডানা, চতুর্দিকে কঠোর মানা, তোমার সাথে উড়ে চলার মিলন মাগি মনে,— শূন্তে সদাই গান ফেরে তাই অসীম অন্বেষণে ।