পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२¢v রবীন্দ্র-রচনাবলী ঘরের গরাদেখানা ধরে ழ் বাইরের দিকে চেয়ে চেয়ে বয়ে যেত বেলা । দূরে থেকে মাঝে-মাঝে ঢঙ ঢঙ করে বাজত ঘণ্টার ধ্বনি, শোনা যেত রাস্তা থেকে সইসের হাক । হাসগুলো কলরবে ছুটে এসে নামত পুকুরে । ও-পাড়ার তেলকলে বাশি ডাক দিত। গলির মোড়ের কাছে দত্তদের বাড়ি, কাকাতুয়া মাঝে-মাঝে উঠত চীৎকার করে ডেকে একটা বাতাবিলেবু, একটা অশথ, একটা কয়েতবেল, একজোড়া নারকেলগছ, তারাই আমার ছিল সার্থী। আকাশে তাদের ছুটি অহরহ, মনে-মনে সে ছুটি আমার । আপনারি ছায়া নিয়ে আপনার সঙ্গে যে-খেলাতে তাদের কাটত দিন সে আমারি খেলা । তারা চিরশিশু আমার সমবয়সী। আষাঢ়ে বৃষ্টির ছাটে, বাদলহাওয়ায়, দীর্ঘ দিন অকারণে তারা যা করেছে কলরব আমার বালক ভাষা হো হা শব্দ করে করেছিল তারি অনুবাদ । তারপরে একদিন যখন আমার বয়স পচিশ হবে,