পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२>९ রবীন্দ্র-রচনাবলী সম্মানশৃঙ্খলে বন্দী রয়েছ পুজার আসনতলে । সাধারণজন-পরশ এড়ায়ে নিজেরে পৃথক করি আছ দিনরাত গৌরবগুরু কঠিন মূর্তি ধরি। সবার যেখানে ঠাই বিপুল তোমার মর্যাদা নিয়ে সেথায় প্রবেশ নাই । অনেক উপাধি তব, মানুষ-উপাধি হারায়েছ শুধু সে ক্ষতি কাহারে কব । ভক্তেরা মন্দিরে পুজারির কৃপা বহু-দামে কিনে পুজা দিয়ে যায় ফিরে ঝিল্লিমুখর বেণুবীথিকার ছায়ে আপন নিভৃত গায়ে । তখন একাকী বৃথা বিচিত্র পাষাণভিত্তি-মাঝে দেবতার বুকে জান সে কী ব্যথা বাজে । বেদির বাধন করি ধূলিসাৎ আচলেরে দিয়ে নাড়া মানুষের মাঝে সে-যে পেতে চায় ছাড়া । হে রাজা, তোমার পুজাঘেরা মন আপনারে নাহি জানে । প্রাণহীন সম্মানে উজ্জল রঙে রঙকরা তুমি ঢেল,— তোমার জীবন সাজানো পুতুল