পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী আড়ালে আড়ালে শুনি শুধু তার বাণী যে, জানি তারে আমি তবু তারে নাহি জানি যে। শুধু বেদনায় অস্তরে পাই, অন্তরে পেয়ে বাহিরে হারাই, আমার ভুবন রবে কি কেবলি আধা রে । ৩০ সেপ্টেম্বর [ ১৯৩৪ ] У о কোন গহন অরণ্যে তারে এলেম হারায়ে— কোন দূর জনমের কোন স্মৃতিবিস্মৃতিছায়ে। আজ অ'লো-আঁধারে কখন বুঝি দেখি কখন দেখি না তারে। কোন মিলনস্থখের স্বপনসাগর এল পারায়ে। ধরা-অধরার মাঝে ছায়ানটের রাগিণীতে আমার বঁাশি বাজে । বকুলতলায় ছায়ার নাচন ফুলের গন্ধে মিশে জানি নে মন পাগল করে কিসে— কোন নটিনীর ঘূর্ণ আঁচল লাগে আমার গায়ে। ৩০ সেপ্টেম্বর ১৯৩৪