পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९७० রবীন্দ্র-রচনাবলী কত গান কত খেলা, কত-না বন্ধুর মেলা, প্রভাতে সন্ধ্যায় আরাধনা, বিহঙ্গকুজন-সাথে গাছের তলায় প্রাতে তোমাদের দিনের সাধনা, তারি স্মৃতি শুভক্ষণে সমস্ত জীবনে মনে পুর্ণ করি নিয়ে যাও চলে, চিত্ত করি ভরপুর নিত্য তারা দিক সুর জনতার কঠোর কল্লোলে । নবীন সংসারখানি রচিতে হবে-যে জানি মাধুরীতে মিশায়ে কল্যাণ, প্রেম দিয়ে প্রাণ দিয়ে কাজ দিয়ে গান দিয়ে ধৈর্য দিয়ে, দিয়ে তব ধ্যান,— সে তব রচনা-মাঝে সব ভাবনায় কাজে তারা যেন উঠে রূপ ধরি, তারা যেন দেয় আনি তোমার বাণীতে বাণী । তোমার প্রাণেতে প্রাণ ভরি । সুখী হও, সুখী রহো পুর্ণ করো অহরহ শুভকর্মে জীবনের ডালা, পুণ্যস্থত্রে দিনগুলি প্রতিদিন গেথে তুলি রচি লহে৷ নৈবেদ্যের মালা ।