পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী নামহীন অবসাদ,— অনির্দিষ্ট শঙ্কাগুলো নিদ্রাহীন পেচা, নৈরাশ্বের অলীক অত্যুক্তি যত, দুর্বলের স্বরচিত শক্রর চেহারা। ধিক্ রে ভাঙনলাগা মন, চিন্তায় চিস্তায় তোর কত মিথ্যা আঁচড় কেটেছে দুষ্টগ্রহ সেজে ভয় কালোচিহ্নে মুখভঙ্গী করে। কাটা-আগাছার মতো অমঙ্গল নাম নিয়ে আতঙ্কের জঙ্গল উঠেছে । চারিদিকে সারি সারি জীর্ণ ভিতে ভেঙেপড়া অতীতের বিরূপ বিরুতি কাপুরুষে করিছে বিদ্রুপ। আলেখ্য তোরে আমি রচিয়াছি রেখায় রেখায় লেখনীর নটনলেখায় । নির্বাকের গুহা হতে আনিয়াছি নিখিলের কাছাকাছি, যে-সংসারে হতেছে বিচার নিনাপ্রশংসার । এই আস্পর্ধার তরে আছে কি নালিশ তোর রচয়িতা আমার উপরে। অব্যক্ত আছিলি যবে বিশ্বের বিচিত্ররূপ চলেছিল নানা কলরবে