পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশেষ আমার নয়নে তব অঞ্জনে ফুটেছে বিশ্বচিত্র, তোমার মন্ত্রে এ বীণাতন্ত্রে উদগাথা সুপবিত্র । অতল তোমার চিত্তগহন, মোর দিনগুলি সফেন নাচন, তুমি সনাতনী আমিই নূতন, অনিত্য আমি নিত্য । মোর ফান্ধন হারায় যখন আশ্বিনে ফিরে লহ । তব অপরূপে মোর নবরূপ জুলাইছ অহরহ । আসিছে রাত্রি স্বপনধাত্রী, বনবাণী হল শান্ত । জলভরা ঘটে চলে নদীতটে

I বধুর চরণ ক্লান্ত । নিখিলে ঘনাল দিবসের শোক, বাহির-আকাশে ঘুচিল আলোক, উজ্জল করি অন্তরলোক

হৃদয়ে এলে একান্ত । লুকানো আলোয় তব কালো চোখ সন্ধ্যাতারার দেশে ইঙ্গিত তার গোপনে পাঠাল জানি না কী উদ্দেশে । দেখেছি তোমার আঁখি হুকুমার নবজাগরিত বিশ্বে । দেখিচু হিরণ হাসির কিরণ প্রভাতোজ্জল দৃশ্যে ।