পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশেষ " రివె ডাকঘরে সেই মাইলতিনেক দূরে। দ্বিধা ভরে মিনিটকুড়িক এদিক ওদিক ঘুরে ডাকবাবুদের কাছে শুধাই এসে, “আমার নামে চিঠিপত্তর আছে ?” জবাব পেলেম, “কই, কিছু তো নেই।” শুনে তখন নতশিরে আপন-মনেতেই অন্ধকারে ধীরে ধীরে আসছি যখন শূন্য আমার ঘরের দিকে ফিরে, শুনতে পেলেম পিছন দিকে করুণ গলায় কে অজানা বললে হঠাৎ কোন পথিকে,— “মাথা থেয়ো, কাল কোরো না দেরি।” ইতিহাসের বাকিটুকু আঁধার দিল ঘেরি। বক্ষে আমার বাজিয়ে দিল গভীর বেদনা সে পচিশবছর বয়সকালের ভূবনখানির একটি দীর্ঘশ্বাসে, যে-ভুবনে সন্ধ্যাতারা শিউরে যেত ওই পাহাড়ের দূরে কাকরঢালা পথের পরে ডাকপিয়নের পদধ্বনির সুরে । २७ उप्रशंज़े »>२१ রফিউস জাহাজ তে হি নো দিবসাঃ এই অজানা সাগরজলে বিকেলবেলার আলো লাগল আমার ভালো । কেউ দেখে কেউ নাই-বা দেখে, রাখবে না কেউ মনে, এমনতরো ফেলাছড়ার হিসাব কি কেউ গোনে । এই দেখে মোর ভরল বুকের কোণ ; কোথা থেকে নামল রে সেই খেপা দিনের মন, যেদিন অকারণ