পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশেষ হে রুদ্র, কেন তারো পরে বাণ হান, কেন তুমি নাহি জান নিৰ্ভয়ে ওরা তোমারে বেসেছে ভালো, বিস্মিত চোখে তোমারি ভুবনে । দেখেছে তোমার আলো নিরারত যবনিকা-অন্তরালে মর্ত্য পৃথিবীতে । ঢাকাপড়া এই মন ৷ আভাসে ইঙ্গিতে প্রমাণে ও অনুমানে আলোতে আঁধারে ভাঙা খণ্ড জুড়ে সে-যে দেখেছে আমারে মিলায়ে তাহার সাথে নিজ অভিরুচি আশা তৃষা। বারবার ফেলেছিল মুছি রেখা তার ; মাঝে-মাঝে করিয়া সংস্কার দেখেছে নূতন করে মোরে। কতবার ঘটেছে সংশয় । এই যে সত্যে ও ভুলে রচিত আমার মুর্তি, সংসারের কুলে এ নিয়ে সে এতদিন কাটায়েছে বেলা । এরে ভালোবেসেছিল, এরে নিয়ে খেলা সাঙ্গ করে চলে গেছে । বসে এক ঘরে মনে-মনে ভাবিতেছি আজ,– লোকান্তরে যদি তার দিব্য আঁখি মায়ামুক্ত হয় অকস্মাৎ, পাবে যার নব পরিচয় সে কি আমি । স্পষ্ট তারে জামুক যতই তৰু যে অস্পষ্ট ছিল তাহারি মতোই २8१