পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

× თ 8 রবীন্দ্র-রচনাবলী অশ্রু সুন্দর, তুমি চক্ষু ভরিয়া এনেছ অশ্রজল । এনেছ তোমার বক্ষে ধরিয়া দুঃসহ হোমানল । দুঃখ যে তাই উজ্জল হয়ে উঠে, মুগ্ধ প্রাণের আবেশবন্ধ টুটে, এ তাপে শ্বসিয়া উঠে বিকশিয়া বিচ্ছেদশতদল ৷ { আষাঢ় ১৩৩৫ বাঙ্গালোর } অন্তধান তব অন্তর্ধানপটে হেরি তব রূপ চিরন্তন। অন্তরে অলক্ষ্যলোকে তোমার পরম-আগমন । লভিলাম চিরস্পর্শমণি ; তোমার শূন্তত তুমি পরিপূর্ণ করেছ আপনি । জীবন আঁধার হল, সেইক্ষণে পাইকু সন্ধান সন্ধ্যার দেউলদীপ, অস্তরে রাখিয়া গেছ দান। | বিচ্ছেদেরি হোমবহ্নি হতে পুজামুর্তি ধরে প্রেম, দেখা দেয় দুঃখের আলোতে २७ यांयांछ s७७९ { শান্তিনিকেতন ]