পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসন্ত ঋতুরাজ এবেল ডাক পড়েছে কোনখানে ফাগুনের ক্লাস্ত ক্ষণের শেষ গানে । সেখানে স্তব্ধ বীণার তারে তারে, . স্বরের খেলা ডুবর্সাতারে, সেখানে চোখ মেলে যার পাই নে দেখা তাহারে মন জানে গো, মন জানে । এবেলা মন যেতে চায় কোনখানে নিরালায় লুপ্ত পথের সন্ধানে । সেখানে মিলনদিনের ভোলা হাসি লুকিয়ে বাজায় করুণ বঁাশি, সেখানে ষে-কথাটি হয় না বলা সে কথা রয় কানে গো, রয় কানে । ঝুমকোলত না, যেয়ে না, যেয়ো নাকে । মিলনপিয়াসী মোরা, কথা রাখো, কথা রাখো । আজো বকুল আপনহারা, হায় রে, ফুল ফোটানো হয় নি সারা, সাজি ভরে নি, পথিক ওগো, থাকো থাকে। চাদের চোখে জাগে নেশা, তার আলো— গানে গন্ধে মেশা । দেখে চেয়ে কোন বেদনায় হায় রে, মল্লিকা ওই যায় চলে যায় অভিমানিনী । পথিক, তারে ডাকো ডাকো । \Soo