পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশেষ অস্তহারা সঞ্চয়ের আহুতি মাগিয়া সর্বগ্রাসী ক্ষুধানল উঠেছে জাগিয়া ; তাই আসিয়াছে দিন, পীড়িত মানুষ মুক্তিহীন, আবার তাহারে আসিতে হবে যে তীর্থদ্বারে শুনিবারে পাষাণের মৌনতটে যে-বাণী রয়েছে চিরস্থির— কোলাহল ভেদ করি শত শতাব্দীর আকাশে উঠিছে অবিরাম অমেয় প্রেমের মন্ত্র,—’বুদ্ধের শরণ লইলাম।” ২৩ সেপ্টেম্বর ১৯২৭ বোরোবুদুর [ যবদ্বীপ ] সিয়াম প্রথম দর্শনে ত্রিশরণ মহামন্ত্র যবে বজ্রমন্দ্ররবে আকাশে ধ্বনিতেছিল পশ্চিমে পুরবে, মরুপারে, শৈলতটে, সমুদ্রের কুলে উপকূলে, দেশে দেশে চিত্তদ্বার দিল যবে খুলে g আনন্দমুখর উদ্বোধন,— উদাম ভাবের ভার ধরিতে নারিল যবে মন, বেগ তার ব্যাপ্ত হল চারিভিতে, দুঃসাধ্য কীর্তিতে, কর্মে, চিত্রপটে মন্দিরে মুর্তিতে, আত্মদানসাধনস্কৃতিতে উচ্ছসিত উদার উক্তিতে,— স্বার্থখন দীনতার বন্ধনমুক্তিতে,— ২৭৯