পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8९ [ বৈশাখ ১৩৩৪ শান্তিনিকেতন ] রবীন্দ্র-রচনাবলী ছন্দ ভেঙে দেয় সে যে, অকস্মাৎ উঠে বেজে অর্থহীন চকিত চীৎকার, ধূমাচ্ছন্ন অবিশ্বাস বিশ্ববক্ষে হানে ত্রাস, কুটিল সংশয় কদাকার । স্বাক্টছাড়া এই-যে উৎপাত হানে দানবের পদাঘাত পুণ্য পৃথিবীর শিরে,— তার লজ্জ তুই কি রে আনিতে পারিবি তোর মনে । অকৃতজ্ঞ নিষ্ঠুরতা সৌন্দর্যেরে দেয় ব্যথা কেন যে তা বুঝিবি কেমনে। কেন যে কদর্য ভাষা বিধাতার ভালোবাসা বিদ্রুপে করিছে ছারখার, যে-হস্ত দানেরি তরে তারি রক্তপাত করে, সেই লজ্জা নিখিলজনার ।