পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশেষ 8(t তাই মনে ভাবি যাবে নাবি সর্ব দুঃখ সস্তাপ নিঃশেষে উদার মাটির বক্ষোদেশে, গভীর শীতল যার স্তব্ধ অন্ধকারতল কালের মথিত বিষ নিরস্তর নিতেছে সংহরি। সেই বিলুপ্তির পরে দিবাবিভাবরী দুলিছে শু্যামল তৃণস্তর নিঃশব্দ সুন্দর। শতাব্দীর সব ক্ষতি সব মৃত্যুক্ষত যেখানে একান্ত অপগত সেইখানে বনস্পতি প্রশান্ত গম্ভীর সূর্যোদয়-পানে তোলে শির, পুষ্প তার পত্রপুটে শোভা পায় ধরিত্রীর মহিমামুকুটে । বোবা মাটি, বোবা তরুদল, ধৈর্ধহারা মানুষের বিশ্বের দুঃসহ কোলাহল স্তব্ধতায় মিলাইছ প্রতি মুহূর্তেই,— নির্বাক সাত্বনা সেই তোমাদের শাস্তরূপে দেখিলাম, করিমু প্রণাম । দেখিলাম সব ব্যথা প্রতিক্ষণে লইতেছে জিনি সুন্দরের ভৈরবী রাগিণী সর্ব অবসানে শব্দহীন গানে । «هه د مatstه » و