পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مbلا چ मांघ »७७v রবীন্দ্র-রচনাবলী সহসা মন উঠিল চমকিয়া বঁশিতে আর বাজিল না তো বাণী । গহনছায়ে দাড়াতু থমকিয়া হেরিকু মুখখানি । সাগরশেষে দেখেছি একদিন মিলিছে সেথা বহু নদীর ধারা— ফেনিল জল দিকসীমায় লীন অপারে দিশহারা । তরণী মোর নানা স্রোতের টানে অবোধসম কঁাপিছে থরথরি, ভেবে না পাই কেমনে কোনখানে বাধিব মোর তরী। তেমনি আজি তোমার মুখে চাহি নয়ন যেন কুল না পায় খুজি, অভাবনীয় ভাবেতে অবগাহি তোমারে নাহি বুঝি । মুখেতে তব প্রাস্ত এ কী আশা, শান্তি এ কী, গোপন এ কী প্রীতি, বাণীবিহীন এ কী ধ্যানের ভাষা, রহিমু বসি লতাবিতান-কোণে, কহি নি কোনো কথা ।