পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশেষ ჯ\9(· নিশীথিনীর মৌন যবনিকা, বিচিত্রা হে, বিচিত্রা, হেনেছ তারে বজ্রানলশিখা ৷ গভীর রবে হাকিয়া গেছ ‘অলস থেকে না গে৷ ” নিবিড় রাতে দিয়েছ নাড়া, বলেছ ‘জাগো জাগো ।” বাসরঘরে নিবালে দীপ, ঘুচালে ফুলহার, ধূলি-আঁচল দুলায়ে ধরা করিল হাহাকার । বুকের শিরা ছিন্ন করে ভীষণ পুজা করেছি তোরে, কখনো পুজা শোভন শতদলে,— বিচিত্রা হে, বিচিত্রা, হাসিতে কতু, কখনো আঁখিজলে । ফসল যত উঠেছে ফলি বক্ষ বিভেদিয়া কণাকণায় তোমারি পায় দিয়েছি নিবেদিয়া । তৰুও কেন এনেছ ডালি দিনের অবসানে 5 নিঃশেষিয়া নিবে কি ভরি নিঃস্ব-করা দানে । ৭ বৈশাখ ১৩৩৪ [ শান্তিনিকেতন ]