পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশেষ ミ* > মাঝে-মাঝে পরম বৈরাগী সে-মন্ত্র চেয়েছে দিতে সর্বজন লাগি । কে পারে তা করিতে বহন, মুক্ত হয়ে কে পারে তা করিতে গ্রহণ । গতিহীন আর্ত অক্ষমের তরে কোন করুণার স্বর্গে মন মোর দয়া ভিক্ষণ করে উধের্ব বাহু তুলি । কে বন্ধু রয়েছ কোথা, দাও দাও খুলি পাষাণকারণর দ্বার— যেথায় পুঞ্জিত হল নিষ্ঠুরের অত্যাচার, বঞ্চনা লোভীর, যেথায় গভীর মর্মে উঠে বিষাইয়া সত্যের বিকার । আণমিত্ববিমুগ্ধ মন যে দুৰ্বহ ভার আপনার আসক্তিতে জমায়েছে আপনার পরে, নির্মম বর্জনশক্তি দণও তার অন্তরে অস্তরে । আমার বাণীতে দণও সেই স্বধা যাহাতে মিটিতে পারে আত্মার গভীরতম ক্ষুধা । হেনকালে সহসা আসিল কানে কোন দূর তরুশাখে শ্রান্তিহীন গণনে অদৃশু কে পাখি বারবার উঠিতেছে ডাকি । কহিলাম তীরে, "ওগো, তোমার কণ্ঠেতে অাছে আলো, অবসাদ-আঁধার ঘুচাল । তোমার সহজ এই প্রাণের প্রোপ্লাস সহজেই পেতেছে প্রকাশ । আদিম আনন্দ যাহা এ বিশ্বের মাঝে, যে-আনন্দ অস্তিমে বিরাজে,