পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ss রবীন্দ্র-রচনাবলী বলি তার পদযুগ চুমি, “রাজপুত্র তুমি !" এতদিন আত্মপরিচয়হীন জড়তার পাষাণপ্রাচীর দিয়ে ঘেরা দুর্গ-মাঝে রেখেছিল প্রত্যহের প্রথার দৈত্যের । কোন মন্ত্রগুণে সে দুর্ভেদ বাধা যেন দাহিলে আগুনে, বন্দিনীরে করিলে উদ্ধার, করি নিলে আপনার, নিয়ে গেলে মুক্তির আলোকে । আজিকে তোমারে দেখি কী নূতন চোখে । কুঁড়ি আজ উঠেছে কুস্কৃমি, বারবার মন বলে, “রাজপুত্ৰ তুমি।” २v कांस्तुन > ७७v অগ্রদূত হে পথিক, তুমি একা । আপনার মনে জানি না কেমনে অদেখার পেলে দেখা । যে-পথে পড়ে নি পায়ের চিহ্ন সে-পথে চলিলে রাতে, আকাশে দেখেছ কোন সংকেত, কারেও নিলে না সাথে । তুঙ্গগিরির উঠিছ শিখরে যেখানে ভোরের তারা অসীম আলোকে করিছে আপন আলোর যাত্রা সারা ।