পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર૭8 . রবীন্দ্র-রচনাবলী কঠোর বিরোধ রচি তুলে তত অতলের মহালীলা, ফেনিল নৃত্যে দামামা বাজায় শিলা হে শাস্ত, তুমি অশাস্তিরেই মহিমা করিছ দান, গর্জন এসে তোমার মাঝারে হল ভৈরব গান। তোমার চোখের গভীর আলোকে অপমান হল গত সন্ধ্যামেঘের তিমিররন্ধে, দীপ্ত রবির মতো । ১৪ চৈত্র ১৩৩৮ জলপাত্র প্রভু, তুমি পুজনীয়। আমার কী জাত, জান তাহা হে জীবননাথ । তবুও সবার দ্বার ঠেলে কেন এলে কোন দুখে আমার সম্মুখে । ভরা ঘট লয়ে কাখে মাঠের পথের বঁাকে বাকে তীব্র দ্বিপ্রহরে আসিতেছিলাম ধেয়ে আপনার ঘরে । চাহিলে তৃষ্ণার বারি, আমি হীন নারী