পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

® )bም রবীন্দ্র-রচনাবলী ১ ফুল ছিড়ে লয় হাওয়া, সে পাওয়া মিথ্যে পাওয়া— আনমনে তার পুষ্পের ভার ধুলায় ছড়িয়ে যাওয়া । [ >>२१ ] উৎসর্গ-কবিতাটির পাণ্ডুলিপিতে প্রাপ্ত বর্জনচিহ্নিত প্রথম পাঠ ; পরে পার্শ্ববর্তী সংখ্যানুযায়ী শ্লোকগুলির ক্রম পরিবর্তিত হইয়াছিল। উজ্জীবন ভস্ম-অপমানশয্যা ছাড়ো, পুষ্পধনু, রুদ্র অগ্নি হতে লহো জলদচি তনু । যাহা মরণীয় যাক ম'রে, জাগো চিরস্মরণীয় ধ্যানমূর্তি ধ’রে। যাহা স্থল, যাহা ক্লাস্ত তব, অঙ্গ সাথে দগ্ধ হ’ক, হও নিত্যনব । মৃত্যু হতে জাগো, পুষ্পধনু, হে অতনু, বীরের তমুতে লহো ততু । বন্ধু তব দৈত্যজয়ী দেব বজ্রপাণি, পুষ্পচ্ছলে তারি অগ্নি দাও তুমি আনি । সেই দিব্য দীপ্যমান দাহ অস্তরে করুক ক্ষুব্ধ দুঃখের প্রবাহ । মিলনেরে করুক প্রখর, বিচ্ছেদেরে ক’রে দিক দুঃসহ স্বন্দর । মৃত্যু হতে ওঠে, পুষ্পধন্থ, হে অতন্থ, বীরের তমুতে লহো তনু । সংকটবন্ধুর তব দীর্ঘ রাজপথ— সে-দুর্গমে চলুক প্রেমের জয়রথ ।