পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెల রবীন্দ্র-রচনাবলী মন মোরে কয়, "এ কিছুই নয়, মিথ্যে, এ সব মিথ্যে, আপনায় ভুলে গাও প্রাণ খুলে, নাচে নিখিলের নৃত্যে।’ বন্ধদুয়ার বিশ্ব বিরাজে, নিবেছে ঘরের দীপ্তি, চির-উপবাসী আপনার মাঝে আপনি না পাই তৃপ্তি, পদে পদে রয় সংশয় ভয়, পদে পদে প্রেম ক্ষুণ্ণ, বৃথা আহবান, বৃথা অনুনয়, সখার আসন শূন্ত— মন বলি উঠে, "ডুবে যা গভীরে, মিথ্যে, এ সব মিথ্যে, নিবিড় ধেয়ানে নিখিল লভি রে আপনারি একাকিত্বে ।’ २७ श्रtछेॉवग्न >>२१ অাবা-মারু । বঙ্গসাগর প্রশ্ন ভগবান, তুমি যুগে যুগে দূত, পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ‘ক্ষমা করো সবে, বলে গেল ‘ভালোবাসো— অন্তর হতে বিদ্বেষবিষ নাশো’ । বরণীয় তারা, স্মরণীয় তারা, তৰুও বাহির-স্বারে আজি দুদিনে ফিরামু তাদের ব্যর্থ নমস্কারে।