পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>や8 রবীন্দ্র-রচনাবলী জীবনধারা অকুলে ছোটে, দুঃখে স্থথে তুফান ওঠে, আমারে নিয়ে দিয়েছ তাহে খেয়া, বিচিত্রা হে, বিচিত্রা, কালো গগনে ডেকেছে ঘন দেয়া । প্রাণের সেই ঢেউয়ের তালে বাজালে তুমি বীণ, ব্যথায় মোর জাগায়ে নিয়ে তারের রিনিরিন । পালের পরে দিয়েছ বেগে স্বরের হাওয়া তুলে, সহসা বেয়ে নিয়েছ তরী অপুর্বেরি কুলে। চৈত্রমাসে শুক্ল নিশা জুহিবেলির গন্ধে মিশা > জলের ধ্বনি তটের কোলে কোলে বিচিত্রা হে, বিচিত্রা, অনিদ্রারে আকুল করি তোলে । যৌবনে সে উতল রাতে করুণ কার চোখে সোহিনী রাগে মিলাতে মিড় চাদের ক্ষীণালোকে । কাহার ভীরু হাসির পরে মধুর দ্বিধা ভরি শরমে-ছোওয়া নয়নজল কাপাতে থরথরি । হঠাৎ কন্তু জাগিয়া উঠি ছিন্ন করি ফেলেছ টুটি