পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশেষ অসংখ্য এ রচনায় উদঘাটিছে মহ। ইতিহাস,— যুগাস্তে ও যুগান্তরে এ কার বিলাস । জন্মদিন মৃত্যুদিন, মাঝে তারি ভরি’ প্রাণভূমি কে গো তুমি । কোথা আছে তোমার ঠিকানা, কার কাছে তুমি আছ অন্তরঙ্গ সত্য করে জানা। আছে আর নাই মিলে অসম্পূর্ণ তব সত্তাখানি আপন গদগদ বাণী পারে না করিতে ব্যক্ত, অশক্তির নিষ্ঠুর বিদ্রোহে বাধা পায় প্রকাশ আগ্রহে, মাঝখানে থেমে যায় মৃত্যুর শাসনে । তোমার যে-সম্ভাষণে জানাইতে চেয়েছিলে নিখিলেরে নিজ পরিচয় হঠাৎ কি তাহার বিলয়, কোথাও কি নাই তার শেষ সার্থকতা । তবে কেন পঙ্গু স্বষ্টি, খণ্ডিত এ অস্তিত্বের ব্যথা । অপুর্ণত আপনার বেদনায় পূর্ণের আশ্বাস যদি নাহি পায়, তবে রাত্রিদিন হেন আপনার সাথে তার এত দ্বন্দ্ব কেন । ক্ষুদ্র বীজ মৃত্তিকার সাথে যুঝি অঙ্কুরি উঠিতে চাহে আলোকের মাঝে মুক্তি খুজি । সে-মুক্তি না যদি সত্য হয় অন্ধ মুক দুঃখে তার হবে কি অনন্ত পরাজয় । দাৰ্জিলিং অগ্রহায়ণ ? ১৩৩৮ ১৭১