পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থপরিচয় ©ᏬᎼ পশ্চিমযাত্রীর ডায়ারি হইতে লক্ষ্যশূন্ত’ এবং জাভাযাত্রীর পত্র হইতে নূতন কাল কবিতাদুটিও মুদ্রিত হইল। সাময়িক পত্র হইতে সংকলিত কবিতার তালিকা পত্রিকার নাম ও প্রকাশকাল সহ নিম্নে মুদ্রিত छ्झेल : প্রাচী ψυ, আশীৰ্বাদ (পৃ. ২৯১) - আশীৰ্বাদ (পৃ. ২৯২) - প্রবাসী ১ 驅 বুদ্ধজন্মোৎসব to প্রথম পাতায়৩ *-* নূতন _ம். শুকসারী সুসময় 幅 পরিণয়মঙ্গল is . গৃহলক্ষ্মী to রঙিন । 醇 আশীৰ্বাদী _. বসন্ত-উৎসব _. আশীৰ্বাদ (পৃ. ৩০৮) - আশীৰ্বাদ (পৃ. ৩০৯) উত্তিষ্ঠত নিবোধত - প্রার্থনা - অতুলপ্রসাদ সেন প্রাচী, ১৩৩০ আষাঢ় প্রবাসী, ১৩৪৮ শ্রাবণ বিচিত্রা, ১৩৩৫ শ্রাবণ প্রবাসী, ১৩৩৩ বৈশাখ প্রবাসী, ১৩৩৪ বৈশাখ প্রবাসী, ১৩৩৪ জ্যৈষ্ঠ, পৃ. ১৫৭ কল্লোল, ১৩৩৫ বৈশাখ উত্তরা, ১৩৩৮ আশ্বিন বিচিত্রা, ১৩৩৫ আষাঢ় বিচিত্রা, ১৩৩৪ চৈত্র বঙ্গলক্ষ্মী, ১৩৩৪ বৈশাখ বিচিত্রা, ১৩৩৮ বৈশাখ উপাসনা, ১৩৩৮ আশ্বিন বিচিত্রা, ১৩৩৯ বৈশাখ প্রবাসী, ১৩৩৯ অগ্রহায়ণ বিচিত্রা, ১৩৩৯ মাঘ প্রবাসী, ১৩৪৮ মাঘ বিচিত্রা, ১৩৪০ ভাদ্র উত্তরা, ১৩৪১ আশ্বিন ‘জীবনমরণ’ কবিতাটি পাণ্ডুলিপি হইতে গৃহীত হইয়াছে ; ১৩৪৮, আশ্বিনের মেঘন পত্রিকায় কবিতাটি বসন্ত’ নামে প্রকাশিত হয়, সেখানে উহার তারিখ— দোলপূর্ণিমা ১৩৩৪ । ‘জীবনমরণ’ ও ‘স্বসময় কবিতাদুটির পাণ্ডুলিপিতে প্রাপ্ত পুর্ব পাঠ নিম্নে মুদ্রিত হইল : জীবনমরণ জীবনের মরণের বাজায়ে মন্দিরা বসন্ত নাচিয়া চলে চরণ চঞ্চল । মাটির বন্দিনী ধরা তাই তো অধীরা সাথে চলে যেতে চায় ছিড়িয়া শৃঙ্খল । ১ প্রবাসী পত্রিকার পচিশবৎসর-পূর্তি উপলক্ষে আশীর্বাণী । ২ দ্রষ্টব্য ; দ্বিতীয় সংস্করণ নটীর পূজা, পৃ. ৫৬ ৷ ৩ ছোটো একটি মেয়েকে লেখা' কয়েকটি পত্রের সহিত প্রকাশিত।