পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশেষ । ১৭৭ শুধু ঝিল্লির ঘন ঝংকার নীরবের বুকে বাজে । কাছে আছ তৰু গিয়েছ হারায়ে দিশাহারা নিশামাঝে । এ জীবনময় তব পরিচয় এখানে কি হবে শূন্ত । তুমি যে-বীণার বেঁধেছিলে তার এখনি কি হবে ক্ষুন্ন । যে-পথে আমার ছিলে তুমি সার্থী সে পথে তোমার নিবায়ো না বাতি, আরতির দীপে আমার এ রাতি এখনো করিয়ো পুণ্য । আজো জলে তব নয়নের ভাতি অামার নয়নময়, মরণসভায় তোমায় অামায় গাব আলোকের জয় । ৭ নবেম্বর ১৯৩৩ আলগন কুরিন । নুয়র্ক আছি বৈশাখেতে তপ্ত বাতাস মাতে কুয়োর ধারে কলাগাছের দীর্ণ পাতে পাতে ; গ্রামের পথে ক্ষণে ক্ষণে ধুলা উড়ায়, ডাক দিয়ে যায় পথের ধারে কৃষ্ণচুড়ায় ;