পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ज९rयांछन ר 6ס তোমার প্রথম অতিথি বনের পাখি, শাখায় শাখায় নিলে তাহদের ডাকি, স্নিগ্ধ আদরে গানেরে দিয়েছ বাসা, মৌন তোমার পেয়েছে আপন ভাষা, স্বরে কিশলয়ে মিলন ঘটালে তুমি— মুখরিত হল তোমার জন্মভূমি। আমরা যেদিন আসন নিলেম আসি কহিল স্বাগত তব পল্লবরাশি, তার পর হতে পরিচয় নব নব দিবসরাত্রি ছায়াবীথিতলে তব মিলিল আসিয়া নানা দিগদেশ হতে তরুণ জীবনস্রোতে । বৈশাখতাপ শাস্ত শীতল করো, নববর্ষারে করি দাও ঘনতর, ভ্র শরতে জ্যোৎস্নার রেখাগুলি ছায়ায় মিলায়ে সাজাও বনের ধূলি, মধুলক্ষ্মীরে আনিয়াছে আহানি মঞ্জরিভরা সুন্দর তব বাণী । নীরব বন্ধু, লহো আমাদের প্রীতি, আজি বসন্তে লহে। এ কবির গীতি, কোকিলকণকলি শিশুদের কলরবে মিলেছে আজি এ তব জয়-উৎসবে, তোমার গন্ধে মোর আনন্দে আজি এ পুণ্যদিনে অর্থ্য উঠিল সাজি