পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q? उप्रांश्ॉर्छ N LIA وان لا t) لا পরিশেষ ২৩৭ আছ তুমি করি অধিকার তার মাঝে কী রহে না, তুচ্ছ সে বিচার । বিরাটের মাঝে এক রূপে নাই হয়ে অন্য রূপে তাহাই বিরাজে । ছেড়ে এসে আপনার অন্ধকূপ, মুক্তাকাশে দেখে চেয়ে প্রলয়ের আনন্দস্বরূপ। ওরে শোকাতুর, শেষে শোকের বুদ্ৰৰুদ তোর অশোক-সমুদ্রে যাবে ভেসে । ভীরু তাকিয়ে দেখি পিছে সেদিন ভালোবেসেছিলেম, দিন না যেতেই হয়ে গেল মিছে । বলার কথা পাই নি আমি খুজে, আপনা হতে নেয় নি কেন বুঝে, দেবার মতন এনেছিলেম কিছু, ডালির থেকে পড়ে গেল নীচে । ভরসা ছিল না যে, তাই তো ভেবে দেখি নি হয় কী ছিল তার হাসির দ্বিধা-মাঝে গোপন বীণা সুরেই ছিল বাধা, ঝংকার তায় দিয়েছিল আধা, সংশয়ে আজ তলিয়ে গেল কোথা, পাব কি তায় দুঃখসাগর সি চে ।