পাতা:আপ-টু-ডেট.pdf/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আপ-টু-ডেট আমাদের দিকে পিছন করে দাড়িয়ে পড়াচ্ছিলেন, এমন সময়— [ বাসব কৌতুহলী হয়ে প্রশাস্তে র পানে চাইল । এমন সময় নটবর এক বিশ্রী চীৎকার করে উঠল । অধ্যাপক-মহাশয়ের যেন ধ্যান ভাঙলো | চমকে উঠলেন তিনি । ক্রুদ্ধ হলেন তারপর । বাঙলার মাষ্টার, কিন্তু খৈ ফোটাতে লাগলেন ইংরেজিতে । উঃ, কি ফুয়েন্সি । বাঙালী বার্ক , ডিসিপ্লিনের অনেক উপদেশ বর্ষিত হল শ্রাবণ ধারার মত । অতঃপর ‘কে আমন আওয়াজ করছিলে’—করলেন জিজ্ঞাস । নট বব বল্লে—“আমি ”—‘আমি !”—তিক্ত স্থরে খে কিয়ে উঠলেন গুরুমহাশয় | রেগে বল্লেন —“ধাও আমার ক্লাস থেকে বেরিয়ে । তাতে নটবর উত্তর দিলে—‘ক্লস থেকে কেন স্যার একেবারে কলেজ থেকেই চলে যাব । এ ডিসিপ্লিনের কলেজে চাই না থাকতে .যখানে প্রোফেসাররা শুধু মেয়েদেরই পড়ান, আর ছেলেদের ডিসিপ্লিনড করেন, সে কলেজে আসছে জন্মে পড়তে আসিব মেয়ে হয়ে ’ বলেই হন হল করে চলে গল । বিনয় বাবুর মুখ লজ্জায় অপমানে লাল হয়ে উঠল । এমন সময় দেখা গেল একটি মেয়ে বই হাতে সামনে দিয়ে চলে গেল । বাসব উঠে দাড়াল। সচকিত অনুসরণের ছন্দ তার আকস্মিক ১াঞ্চলে । চলে যেতে উদ্যত হল । ]