পাতা:আপ-টু-ডেট.pdf/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Շ Ե- আপ-টু-ডেট তোমার আবির্ভাব হ’ল, স্বপ্নের মত চোখ, নিটোল শুভ্র বুক গোলাপের পাপড়ির মত রাঙা ঠোঁট, গাল দুটি পাকা চেরীর মত টকটকে লাল । তোমার অধরের পরশ তামাকে পুড়িয়ে দেবে ! মিলনের মধ্যেও থাকবে অশান্তি— আলিঙ্গনে সহস্ৰ বৃশ্চিক জ্বালা ! ফ্লোর । চমৎকার ! C2 || আপনার নাম জানতে পারি কি ? পূর্বের চকিত আলাপে নামটা জানা হয় নি । ফ্রোর) । আমার নাম ফ্লোরা দাশগুপ্ত । আপনার ? প্রেম । আমার নাম প্রেমময় হালদার । ফ্লোরা । প্রেমময় । চমৎকার কবিত্ব-মাখা নামটি তো ! প্রেম | আপনাকে দেখে আমার মনের দ্বার যেন উন্মুক্ত হয়ে গেল। আপনার উদ্দেশ্বে কাল কয়েকটা কবিতা লিখে আনব । আপনি কি কাল আসবেন ? ফ্লোর। আপনার কবিতা শুনতে আসব কি না ত৷ আবার জিজ্ঞাস করছেন ? C3 지 আমিই সুখী। বুঝি এ আনন্দ আমি সইতে পারব না। প্যালপিটেশন,—হার্টফেল করবে । ( ফ্লোরার হাত ধরে বুকের ওপর রেখে ) দেখুন, কি উতল, কি চঞ্চল হয়ে উঠেছে মোর প্রাণ ।